সংবাদদাতা, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক জন।
নিহতেরা হচ্ছেন—মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান ও যাত্রী আল মাহবুব। দুজনের বাড়িই চুয়াডাঙ্গা সদরে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নাটোরের বড়াইগ্রামের কয়েনবাজার এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতের ঘটনা ঘটে।