আর এন শ্যামা, নান্দাইল : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শনিবার (১১জুন) মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক কর্মশালার উদ্ভোধন করেন ও দিন নিদের্শনামূলক বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ৬টি দলে বিভক্ত হয়ে ৪৮জন প্রতিনিধি মাননীয় প্রধান মন্ত্রীর দশ উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি কিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ বিষয়ে সমস্যা, সম্ভাবনা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ন পরামর্শ তুলে ধরনের আজকের কর্মশালার সার সংক্ষেপ জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় গর্ভনেন্স ইনোবেশন ইউনিটে প্রেরণ করা হবে।
কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল সরকারী প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সহ মিডিয়া সহ ৫০জন যোগদান করেন।