আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগনেদের হামলায় নিহত হয়েছেন মামা মাজিম উদ্দিন। উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে শুক্রবার (২৪ মার্চ) জুম্মার নামাজের পর মাজিম উদ্দিন ও তার ভাগ্নে আঃ রাশিদ, আল আমিন, আঃ কাদিরদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এতে মাজিম উদ্দিন গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল জানান, বাড়ির সীমানা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার মারামারিতে আহত হন মাজিম উদ্দিন। পরে হাসপাতালে মারা যান।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। কাউকে আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।