আরএন শ্যামা (নান্দাইল)
মানবাধিকার অগ্রাধিকার এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা শাখা গঠনকল্পে এক অনাড়ম্বর পরিবেশে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভাটি গত সন্ধ্যায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ এর সাবেক গভর্নিং বডির সম্মানিত সদস্য মোঃ সেলিম ভূইয়ার সভাপতিত্বে এবং হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজি মোঃ জহিরুল ইসলাম লিটনের উপস্থাপনায় নান্দাইলের পুরাতন কৃষি ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
আলোচনা সভায় উপস্থিত থেকে মানবাধিকার সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর ও নান্দাইল ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য মাহমুদুর রহমান মান্না, আচাঁরগাও ফাযিল (ডিগ্রি)মাদ্রাসার সম্মানিত প্রভাষক ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য খায়সারুল আলম ফকির, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি,৪ নংচন্ডীপাশা ইউনিয়ন এর বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী ইফতেখার হোসেন খুররম,মুশুল্লী স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রভাষক মোঃ এনায়েত করীম ভূইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মিনহাজ আকবর, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক মাহবুব আলম কাজল, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান আকন্দ, নান্দাইল পৌরসভার কার্য সহকারী মাহবুব রহমান, উদীয়মান মহিলা সাংবাদিক বাঙলা প্রতিদিন-এর প্রতিনিধি আরএন শ্যামা, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম শাহরিয়ার রিয়াদ, মনিরুজ্জামান মোস্তাকিম (FPI) ও মনিরুজ্জামান রুবেল (মন্ডল) FPI নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফার্মাসিস্ট ও দৈনিক আজকের বসুন্ধরা নান্দাইল প্রতিনিধি মাহবুব মুর্শেদ বিপুল, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন আকন্দ রাজিব,এজাজ,আবুল হাসান, মিজানুর রহমান, আবু হানিফ, মুবাশ্বির ও আলামিন প্রমুখ। সভায় বক্তারা মানবাধিকার সংগঠনটির উপজেলা শাখা গঠনকল্পে সুচিন্তিত মতামত প্রকাশসহ এর প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক সার্বিক সহযোগিতা ও একাত্মতা পোষন করেন।সমাজের অবহেলিত, নিপীড়িত,শোষিত ও অধিকার বঞ্চিত মানুষদের পাশে থেকে কাজ করাই হোক এর মূলমন্ত্র এই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।