নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতালা এলাকায় গতকাল শুক্রবার (২৫ আগস্ট) র্যাব-১০ এর একটি আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হৃদয় (২৫), পিতা-রফিকুল ইসলাম, সাং-বিংলাবাড়ি, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।