প্রতিনিধি, নারায়ণগঞ্জ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ বিল্লাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আজ রবিবার ( ১২ ই ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম কেনার শেষে হাজী মোঃ বিল্লাল হোসেন বলেন, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও ডিজিটাল উন্নত নাগরিক সুবিধা সম্বলিত ওয়ার্ডে রূপান্তরিত করতে চাই।
তিনি আরো জানান, আমি বিজয়ী হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডকে একটি মডেল ও মাদকমুক্ত ওয়ার্ডে পরিনত করবো। আর আমি জনগণের শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। এ জন্য আমার ৯ নং ওয়ার্ডবাসী সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।