নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গত রোববার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান চালিয়ে ৪,২৩০ পিস নকল দেশীয় সিগারেটসহ নামের এক সিগারেট কালোবাজারীকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ৯২০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাত সাড়ে ১১ টার দিকে র্যাব- ১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন তুষারধারা আবাসিক এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ৮৫,৪০০ পিস নকল দেশীয় সিগারেটসহ খন্দকার কবির আহমেদ @ সেলিম (৪০) নামের এক সিগারেট কালোবাজারীকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ১০,১৯৫ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে দেশী ও বিদেশী বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট মজুদ ও ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।