স্পোর্টস ডেস্ক: তালেবান সরকারের নির্দেশে আফগানিস্তানে বন্ধ হয়েছে ক্রিকেটসহ নারীদের যাবতীয় ক্রীড়াযজ্ঞ। আফগানদের নতুন শাসনকর্তাদের এমন সিদ্ধান্তে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছিল, তালেবানদের সিদ্ধান্ত বহাল তবিয়তে থাকলে আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া। ম্যাচটি বাতিল না করলেও আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে সিএ।
ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের অবাধ চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। এমনকি মেয়েদের সব ধরনের খেলা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া গত সেপ্টেম্বরে জানায়, তালেবান সরকার মেয়েদের ক্রিকেট নিয়ে নিজেদের অবস্থান না বদলালে মোহাম্মদ নবীদের নিজেদের মাঠে টেস্ট খেলতে আমন্ত্রণ জানাবে না সিএ। আফগানিস্তানের পক্ষ থেকে নারী ক্রিকেট নিয়ে সৃষ্ট জটিলতা সুরাহা করার আশ্বাস দেয়া হলেও এখন সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তাই ধোঁয়াশা না কাটা পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে চায় না অস্ট্রেলিয়া।
এক বিবৃতিতে সিএ জানায়, ‘আফগানিস্তান ও বিশ্বজুড়ে মেয়েদের ও ছেলেদের ক্রিকেটের উন্নতিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বর্তমান অনিশ্চয়তার কারণে সিএ মনে করছে, পরিস্থিতি আরও পরিষ্কার না হওয়া পর্যন্ত এই টেস্ট স্থগিত রাখা জরুরি।’
আফগানদের সঙ্গে টেস্ট না খেললেও দেশটির ক্রিকেটারদের বিগ ব্যাশে খেলার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা রাখেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। সিএ জানায়, ‘আফগান ক্রিকেটারদের বিগ ব্যাশে আমন্ত্রণ জানাতে অবশ্য মুখিয়ে আছি আমরা। তারা খেলাটির দারুণ দূত। আশা করি, আফগানিস্তানের মেয়েদের ও ছেলেদের দলকে আমন্ত্রণ জানানোও খুব দূর ভবিষ্যতের ব্যাপার নয়।’
চলতি মাসের শেষদিকে হোবার্টে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টের লড়াইয়ে নামার কথা ছিল অস্ট্রেলিয়ার। ম্যাচটি স্থগিত হওয়া প্রসঙ্গে আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী বলেন, ‘এই বছর টেস্ট ম্যাচটি না হওয়া হতাশার। তবে আমি এতে অন্তত খুশি যে ম্যাচটি স্থগিত হয়েছে, বাতিল নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া এটি নিশ্চিত করেছে যে আফগান ক্রিকেটের উন্নয়নে তারা কাজ করবে। আমি তাই আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবো এটা শোনার জন্য যে, কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’
আফগানিস্তানের বিপক্ষে খেলে অ্যাশেজ স্কোয়াড বাছাইয়ের পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়ার। তবে ম্যাচটি স্থগিত হওয়ায় আগামী ১ থেকে ৩রা ডিসেম্বর ব্রিসবেনে নিজেদের মধ্যে একটি তিনদিনের ম্যাচ খেলবে তারা।
আপনার মতামত দিন