গাইবান্ধা প্রতিনিধি: নগ্ন ছবি তুলে ভাইরাল করার হুমকি দেয়ার ঘটনায় শনিবার রাতে ১ নারী সদস্যসহ প্রচারক চক্রের ৫ জন কে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন আফিকুল ইসলাম আরিফ, ফাহিম মিয়া, মেহনাজ আকতার সাথী, মো: রুবেল শেখ ও জুয়েল আকন্দ। গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের আজ এ তথ্য জানান।
গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন জানান,প্রতারক চক্রের নারী সদস্য মেহনাজ আকতার সাথী মো: আপেল মাহমুদ ও মো: জহুরুল ইসলামের সাথে প্রেমের ফাদে ফেলে গোবিন্দগঞ্জের একটি আবাসিক হোটেলে ডেকে নিয়ে আসে। তারপর তাদের সাথে নগ্ন ছবি তুলে ভাইরাল করার হুমকি দিয়ে ২ লাখ টাকা চাদা দাবী করে।
প্রতারক চক্রের হাত থেকে মুক্তি পেতে বাড়িতে ফোন দিয়ে টাকা আনতে বলে। পরে তার স্বজনরা ঘটনাটি পুলিশকে জানালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই নারী সহ ৫ জনকে গ্রেফতার করে । এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় পৃথক দুিিট মামলা দায়ের করা হয়েছে।