সংবাদদাতা, চট্টগ্রাম: ভয়ভীতি দেখিয়ে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বরখাস্ত এক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ওই পুলিশ সদস্যের নাম রুবেল মিয়া। তিনি নগরের কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করতে চান্দগাঁও থানার পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন রুবেল মিয়া। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে নগর পুলিশ। এর আগে ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৪ জানুয়ারি বিকেলে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাটে একটি আবাসিক হোটেলে কৌশলে নিয়ে রুবেল মিয়া ভুক্তভোগী ওই নারী কনস্টেবলকে ধর্ষণ করে তা মুঠোফোনে ভিডিও করেন। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণা করেন।