বাহিরের দেশ ডেস্ক: দেশের ক্রিকেটের অন্তঃপ্রাণ খালেদ মাহমুদ সুজনকে প্রশংসায় ভাসালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়েও সুজনের কৃতিত্ব দেখছেন মাশরাফি।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হলে এভাবেই নিজের অভিমত জানালেন নড়াইল এক্সপ্রেস।
তিনি বলেন, ক্রিকেটারদের জন্য সুজন ভাই ইতিবাচক একজন মানুষ। এ জন্যই উনার কথা বলেছি। শৃঙ্খলা রাখার ক্ষেত্রে, খেলোয়াড়দের সঙ্গে কতটুকু আলোচনা করতে হবে, কী প্রয়োজন, সুযোগ সুবিধা সবকিছুর দিকে খেয়াল রাখেন তিনি। এ জায়গা থেকে সুজন ভাইয়ের কথা বলতেই হবে।