স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডে আজ থেকে বন্দি জীবনের অবসান হলো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের।
চতুর্থ দফা করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টে সবাই নেগেটিভ আসায় এখন থেকে অনুশীলন করতে আর কোন বাধা নেই মুমিনুল, মুশফিকদের।
স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ আসায় প্রায় ১০ দিন হোটেল রুমেই আবদ্ধ ছিলো বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টিম ডাইরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, করোনা টেস্টে সবার ফলাফল নেগেটিভ আসায়, আজ থেকে লিংকন ইউনিভার্সিটি গ্রাউন্ডে অনুশীলন করতে পারবে টাইগাররা।
সেখানে জিম করার সুযোগও রয়েছে মুমিনুল বাহিনীর জন্য। এবারে টাইগারদের সামনে নিজেদের প্রস্তুত করার মিশন। ১লা জানুয়ারি থেকে প্রথম টেস্ট।
এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই ৮ই ডিসেম্বর গভীর রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জাতীয় দল। লম্বা সফর শেষে ১০ই ডিসেম্বর সকালে ক্রাইস্টচার্চে পৌঁছে শুরু হয় কোয়ারেন্টিন পর্ব।