300X70
মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘নিউ ইয়ার, বেস্ট অফার’ স্লোগানে রিয়েলমি নিয়ে আসলো বিশাল অফার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৪, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শুরু হয়েছে নতুন বছর। ২০২২ সালের শুরুতেই অফিশিয়াল রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন ২,০২২,০০ টাকা। বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.myrealmeoffer.com/

নতুন বছরে ফ্যানদের জন্য ‘নিউ ইয়ার, বেস্ট অফার’ স্লোগানে বিশাল অফার নিয়ে এসেছে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।

এ ক্যাম্পেইনের আওতায় বছরের শুরুতেই রিয়েলমি ব্যবহারকারীরা আকর্ষণীয় দামে বিভিন্ন পণ্য ও পুরস্কার জেতার সুযোগ পাবেন। প্রতিটি পণ্য ক্রয়েই থাকছে পুরস্কার। ক্যাম্পেইনটি ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে, যা পুরো মাস জুড়েই চলবে।

একজন ক্রেতা রিয়েলমি স্মার্টফোন কিনে ১০০ গুণ সমপরিমাণ পুরস্কার জেতার সুযোগ পাবেন; যার ফলে পুরস্কার হিসেবে প্রায় ২ লাখ ২২ হাজার টাকা জেতার সুযোগ থাকছে। এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা রিয়েলমি জিটি মাস্টার এডিশন, জিটি নিও ২ এবং রিয়েলমি ৮ ও রিয়েলমি ৮ ফাইভজি কিনে আকাশকে ছুঁয়ে দেখতে পারবেন; কারণ, এ পণ্যগুলো কিনে ভাগ্যবান বিজয়ীরা হেলিকপ্টারে চড়ার সুযোগ পাবেন।

‘টুইন উইন অফার’ লুফে নেয়ার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রিয়জনের জন্য নতুন বছরকে ভিন্নভাবে রাঙিয়ে তুলতে পারবেন। সৌভাগ্যবানদের জন্য থাকছে জিটি মাস্টার এডিশন, জিটি নিও ২, রিয়েলমি ৮, রিয়েলমি ৮ ফাইভজি, সি২১ওয়াই (৩+৩২ জিবি), সি২৫ওয়াই অথবা সি২১ওয়াই (৪+৬৪জিবি) ক্রয় করে একই মডেলের আরেকটি ফোন বিনামূল্যে পাওয়ার দুর্দান্ত সুযোগ।

এছাড়া, ক্রেতারা বিনামূল্যে উইন্টার জ্যাকেট, বাডস ওয়্যারলেস ২ নিও, বাডস ওয়্যারলেস ২ ও রিয়েলমি ব্যান্ড ২ পাওয়ার সুযোগ পাবেন। নির্দিষ্ট কিছু ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। কোন ব্যবহারকারী যদি সি১১ ২০২১, সি২১ওয়াই, সি২৫ওয়াই, সি২৫এস, রিয়েলমি ৮ ও ৮ ফাইভজি মডেলের ফোনগুলো ক্রয় করেন, তাহলে তারা নিশ্চিতভাবে ডেটা বান্ডেল প্যাক পাবেন।

ক্রেতারা এই মডেলগুলোর মধ্যে থেকে – রিয়েলমি সি১১ ২০২১, সি২১ওয়াই, সি২৫ওয়াই, সি২৫এস, ৮ ফোরজি, ৮ ফাইভজি, জিটি মাস্টার এডিশন ও জিটি নিও ২ – যে কোনও একটি ফোন কিনলে রিয়েলমি স্পোর্ষ্টস বোতল ও চাবির রিং জেতার সুযোগ পাবেন।

চলতি মাসের পাঁচ তারিখ পিকাবুতে ফ্ল্যাশ সেলের আয়োজন করবে রিয়েলমি, যেখানে ক্রেতারা রিয়েলমি ৮ ও রিয়েলমি ৮ ফাইভজি বিশেষ মূল্যে মাত্র ২০,৯৯০ টাকায়, রিয়েলমি জিটি মাস্টার এডিশন ৩০,৯৯০ টাকায় ও জিটি নিও ২ মাত্র ৩৬,৯৯০ টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনগুলো কেনার ক্ষেত্রে ক্রেতারা ৩ বছর পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

রিয়েলমি: ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল।

চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

একশো বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে : বাণিজ্যমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দপ্তর-সংস্থাসমূহের এপিএ স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান

কালকিনিতে ভ্যান উল্টে দুই শিক্ষার্থী নিহত

গালফ এয়ারের পাইলটকে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে

ফেনীর দুই হাসপাতালে ৬০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেওয়ায় একজনের ১৫ দিনের কারাদন্ড

আজ আরো ৫ জেলায় ভার্চ্যুয়াল জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা

সাত হাজার ৫০৫ কোটি ২৯ লাখ টাকা খরচে পাঁচ প্রকল্প একনেকে অনুমোদন

মারা গেছেন ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা

ব্রেকিং নিউজ :