নিজস্ব প্রতিবেদক : চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখতে এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে সাত দিনের সফরে নিজ জেলায় গিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রায় দুই বছর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এটি তার নিজ শহরে প্রথম সফর। গত শুক্রবার বিকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে রাষ্ট্রপ্রধান তার পৈতৃক বাসভবন মিঠামইনে পৌঁছান। এ সময় তার স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন। খবর বাসস।
মিঠামইনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান স্থানীয় রাজনৈতিক নেতা, সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাকে কিশোরগঞ্জ জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে ঘোড়াউত্রা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ৪৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরের সঙ্গে হাওরগুলোর সংযোগ স্থাপনকারী ৩৬৫ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হচ্ছে।
রাষ্ট্রপতি আগামী ১৮ নভেম্বর ঢাকায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।