নারায়ণগঞ্জ প্রতিনিধি : সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় সোনারগাঁয়ে অর্থদণ্ড করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম বলেন, লকডাউন কার্যকর করার লক্ষ্যে সোমবার সোনারগাঁও বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ‘মোবাইল কোর্ট’ [ভ্রাম্যমাণ আদালত] পরিচালনা করা হয়
তিনি আরও বলেন করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সোনারগাঁ উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকা, চৈতী গার্মেন্টস এলাকা, পানাম সিটি এলাকা, পৌরসভা এলাকা, উপজেলা পরিষদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
স্বাস্থ্য বিধি অমান্যে হোটেল, শপিংমল, সিএনজি, দোকানদারসহ ১৪জনকে ৯২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে সকলকে সচেতন করা হয়। সচেতনতামুলক অভিযান পরিচালনা ও নির্দেশনা অমান্যে দন্ড প্রদান অব্যাহত থাকবে।