নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার আনিসুর রহমান বলেছেন, নির্বাচন হবে আরবি হরফ আলিফের মতো সোজা।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তাদের উপর অর্পিত দায়িত্ব থেকে পিছপা হবার সুযোগ নেই।
আজ শুক্রবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে, নির্বাচনের দিনে প্রিজাইডিং অফিসারদের উপর অর্পিত ক্ষমতার পূর্ণ ব্যবহার আমি দেখতে চাই।
তার আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার আনিসুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সহকারী রিটার্নিং অফিসার ১৭৫ ঢাকা-২ মোঃ মুনিবুর রহমান।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ১৭৬ ঢাকা-০৩।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ, ঢাকার ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, দক্ষিণ বিভাগের সম্মানিত পুলিশ সুপার আমীনুল ইসলাম।
ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
তিনি তার বক্তব্যে, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।