মাঠে-মাঠে ডেস্ক: নিষেধাজ্ঞার ৩৭৫ দিন পর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৮০ ক্রিকেটারের সঙ্গে সাকিবও ফিটনেস টেস্টের মুখোমুখি হচ্ছে। নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরতে চলছেন সাকিব আল হাসান। ব্যাট-বল হাতে মাঠে ফেরার আগে বেশ কয়েকটি ধাপ পার করতে হবে বিশ্ব সেরা অলরাউন্ডারকে। প্রথমটি হচ্ছে ফিটনেস পরীক্ষা। ২২ গজের ফেরার দিকে এগিয়ে যেতে সোমবার সকালে সাড়ে আটটার পর মিরপুরে উপস্থিত হয়েছেন সাকিব আল হাসান।
সবশেষ ২০১৯ সালের ২৯ অক্টোবর হোম অব ক্রিকেটে এসেছিলেন সাকিব। জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে, আইসিসির শাস্তি পেতে হয়েছিল এই স্পিনিং অলরাউন্ডারকে। সেদিন সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন তিনি। দীর্ঘ ৩৭৫ দিন পর আবারও মিরপুরে দেখা যায় তাকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্বাবধানে এদিন উপস্থিত হন শাহরিয়ার নাফীস, শুভাগত হোম, ফরহাদ রেজারা। যেখানে বিপ টেস্টের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হবে সবাইকে।
আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দিন আরও ৫০ জন ক্রিকেটার যোগ দিবেন। বিপ টেস্টে যারা পাস করবে, তাদেরকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে সুযোগ দেয়া হবে।
আগামী ১২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফটে বসতে চলেছে। যেখানে অংশ নিচ্ছে দেশের পাঁচ বিভাগ থেকে পাঁচটি ফ্রাঞ্চাইজি দল। টি-টোয়েন্টির এই জমজমাট আসর মাঠে গড়াতে পারে ২২ নভেম্বর। যেখানে দেখা যাবে সাকিব আল হাসানকেও।