নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল অারোহী নিহত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল উপজেলার জাহাজমারা টু নিঝুম দ্বীপ সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলো, মো.নাহিদ (১৮), সে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন নতুন সুখ গ্রামের কামাল উদ্দিনের ছেলে একই গ্রামের আবুল কাশেমের ছেলে রাজীব উদ্দিন (১৮)।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পানিতে পেড়ে গেলে মোটরসাইকেল আরোহী এক কিশোরের ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর এক কিশোরকে গুরুত্বর আহত অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে