নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে জাম গাছে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম (১৪) উপজেলার নবীপুর ইউনিয়নের বড় শাড়ি গাঁও গ্রামের আমিন উল্যাহ কাস্টম বাড়ির মাসুদ মিয়ার ছেলে। সে স্থানীয় হাসনা হোসাইন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
রোববার (১৮ জুলাই) সন্ধ্যায় দিকে সেনবাগের বড় শাড়ি গাঁও গ্রামের আমিন উল্লাহ কাস্টমের বাড়িতে এ ঘটনা ঘটে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, বিকেলের দিকে সাইফুল বাড়ির পাশে একটি জাম গাছে জাম পাড়তে উঠে। জাম গাছের ওপর দিয়ে একটি বিদ্যুতের লাইন গিয়েছিল। ওই জাম গাছে জাম পাড়তে উঠলে অসাবধানতা বশত সাইফুল বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুত্বর আহত অবস্থায় গাছের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আব্দুল বাতেন আরও জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।