নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৬ আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল: অব হাফিজ মল্লিকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ডিসেম্বর) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সরকারি বি এম কলেজের সাবেক ভিপি খান আলতাফ হোসেন ভুলু।
বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক তার বক্তব্যে বলেন, ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় আনতে হবে। অন্যানের মাঝে বক্তব্য রাখেন সরকারি বি এম কলেজের সাবেক ভিপি খান আলতাফ হোসেন ভুলু,কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা,ড.আমিনুল ইসলাম মাতুব্বর, পারভীন রানী,রাজিব তালুকদার প্রমুখ। এসময় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণি পেশার কয়েক শতাধিক ভোটার।