লিহাজ উদ্দিন, পঞ্চগড়:
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এক পুলিশ কর্মকর্তার মানবতা, মহানুভবতা ও দায়িত্ববোধ জেলার অসহায় মানুষদের মন কেড়েছে। করোনা মহামারি রোধে সরকার কর্তৃক ঘোষিত চলমান লকডাউনে বন্ধ রয়েছে জেলার হোটেল ও রেস্তোরাঁগুলো। ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো।
বিশেষ করে ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষ আগে হোটেল-রেস্তোরাঁ থেকে কিছু খাবার পেলেও এখন তাদের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে। এমন অসহায় মানুষদের কথা ভেবে লকডাউনের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সদস্য শেখ মোস্তাফিজ। তিনি পঞ্চগড় জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া শাখায় অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত রয়েছেন।
তিনি সশরীরে গভীর রাতে পঞ্চগড় শহরের মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে, অসহায় পথচারী ও ভ্যান-রিকশাচালক ও এতিমখানার শিশুদের কাছে খাবার বিতরণ করেন। মাঝে মাঝে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ভর দুপুরে প্রখর রোদে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে ক্ষুধার্ত রিক্সা,ভ্যান চালকদের খাবার বিতরণ করতে দেখা গেছে। এ পর্যন্ত এই পুলিশ সদস্য শত শত মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন।
শেখ মোস্তাফিজ বলেন, লকডাউনে মানসিক ভারসাম্যহীন মানুষ এবং এতিমখানার এতিমদের খোঁজ-খবর তেমন কেউ নেয় না। তাই নিজ উদ্যোগে অবসর সময়ে সামর্থ্য অনুযায়ী এসব মানুষের জন্য দু মুঠো অন্নের সংস্থান করার চেষ্টা করছি। তাদের সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। আমার এ কাজে সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী মহোদয় স্যার সর্বাত্মক সহযোগিতা করছেন।