নিজস্ব প্রতিবেদক: গুটিগুটি পায়ে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ৫ম বর্ষে পা রাখলো প্রাণের সংগঠন নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাব। এ সংগঠনের মূল কার্যক্রম রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং রক্ত প্রয়োজনীয় মানুষের জন্য রক্ত সংগ্রহ কর করা।
সেচ্ছাসেবী সংগঠন নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাব, যা নেছারাবাদ উপজেলায় অন্তর্গত যুব সমাজকে নিয়ে সর্বস্তরের মানুষের একটি প্রানের সংগঠন। উক্ত সংগঠনের সুগঠিত সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যেমে দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির প্রতিপাদ্য বিষয় ছিল “স্বেচ্ছায় করিব রক্তদান, এটাই মোদের স্লোগান” এ সংগঠন এর সূচনা ঘটে ২২ এপ্রিল ২০১৭ সালে।
খুলনা মেডিকেল কলেজ হসপিটাল মোঃ নাভেল আকন পাগলের মতো ব্লাড খুজার পরে সাহায্যর হাত পেয়েছেন তখন থেকেই মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে গড়ে ওঠে এই সংগঠনটি। পরবর্তীতে তিনি এলাকার যুব সমাজকে নিয়ে রক্তদান সহযোগীতার জন্য এগিয়ে আসেন। সর্বোপরি রক্ত যোদ্ধাদের নিরালশ পরিশ্রমের বিনিময়ে শক্ত ভিত্তিতে দাড়িয়ে আছে এ প্রতিষ্ঠান।
এই সংগঠনের বিশাল অবদান রয়েছে সমাজে যুব সমাজের, যারা বিভিন্ন সময় অসুস্থ রোগীদের জন্য শরীরের রক্ত দান করেছেন। এই সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সদস্যগণ এ পর্যন্ত প্রায় ২ হাজার ৮৮ ব্যাগ রক্তদান করেছে।
সেচ্ছাসেবী সংগঠন নেছারাবাদ ব্লাড ডোনার ক্লাব এর কার্যনিবাহী কমিটির সভাপতি- ফজলে রাব্বি (নাভেল), সিনিয়র সহ-সভাপতি শরীফ তালুকদার, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম রাজুসহ সর্বমোট ২০ সদস্য নিয়ে গঠিত।
সকলের ভালোবাসা, প্রচেস্টা ও সহযোগীতার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে নিতে যাবে এটাই সংগঠনির সকল সদস্যের প্রত্যাশা।