গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি বাঘাইড় মাছ যার ওজন ৩৯ কেজি । মাছটি বিক্রি হয়েছে ৫৭ হাজার ৭২০ টাকায়।
জানাগেছে, শনিবার বেলা ১১ টার দিকে ঢালার চরের জেলে মোতালেব হলদার পদ্মা নদীতে জাল ফেলে জালটি নদীর স্রোতের ভাটিয়ে কলা বাগান এলাকায় গেলে তখন জালগুলো টেনে উঠালে তার জালে ধরা পড়ে বিশালকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রি জন্য দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটে নিয়ে আসলে।
স্থানীয় মৎস্য ব্যাবসায়ী শাজাহান ১ হাজার ৪’ শ টাকা কেজি দরে মোট ৫৪ হাজার ৬’ শ টাকা দিয়ে মাছ টি কিনে নেয়। সে সময় বিশাল মাছটি দেখতে উৎসক জনতারা ভির জমায়।
পরে সম্রাট শাজাহান ১ হাজার ৪ ‘ শ ৮০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৭’ শ ২০ টাকায় ঢাকা মিরপুর এক ব্যাবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন।
স্থানীয় মৎস্য ব্যাবসায়ী সম্রাট শাজাহান জানান, পদ্মার বিভিন্ন ধরনের বড় বড় মাছের চাহিদা প্রচুর। তাই সামনে পেলেই কিনে নিই। এ ক্ষেত্রে দাম কোনো ব্যাপার না। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, রাজনীতিবিদরা আগে থেকেই আমাদের বলে রাখেন। বড় ধরনের কোনো ভালো মাছ পেলে যেন তাদের জানাই।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করা। যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে।