নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আগামীকাল শনিবার (২৫ জুন) একদিনের জন্য খুলনা, বরিশালসহ কয়েকটি জেলার সেতুর টোল মওকুফ করেছে সরকার।
সেতুগুলো হচ্ছে- রুপসার খান জাহান আলী, দড়াটানা, দোয়ারিকা-শিকারপুর, দপদপিয়া, গাবখান, বলেশ্বর, পটুয়াখালী, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, পায়রা, মোল্লাহাট, আচমত আলী খান, বাংলাদেশ-চীন মৈত্রী ও শেখ লুৎফর রহমান। এছাড়া কালনা ফেরির টোলও ওই দিনের জন্য মওকুফ করা হয়েছে।
পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সেতু এলাকায় যানজটমুক্ত রাখার জন্য এসব সেতু ও ফেরির টোল মওকুফ করা হয়েছে বলে এক চিঠিতে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
এর আগে ঢাকা-মাওয়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের তিনটি সেতুর টোল ওই দিনের জন্য মওকুফের ঘোষণা দেওয়া হয়।