নুরুল আলম, খাগড়াছড়ি: রামগড় উপজেলা সদর থেকে ৬ কিঃমিঃ পূর্বে অবস্থিত। রামগড়- অযোধ্যা মূল সড়ক থেকে উত্তর দিকে ১ কিঃমিঃবাংলাদেশ- ভারত সীমান্তে অবস্থিত।
রামগড় এর গর্ব দৃষ্টি নন্দন তীব্র প্রবাহমান খরস্রোতা নদী হলো ফেনী নদী। এ নদীর কুল ঘেষে দেখতে অবিকল কলসির আকৃতিতে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়ায় গ্রামটির নাম দেওয়া হয়েছে “কলসি মুখ।” ১০০ একর (প্রায়) জায়গা নিয়ে গড়া এই “কলসি মুখ”। জায়গার ভিতর টা অবিকল কলসির আদলেই গড়া। আর এ কারণেই গ্রামটি রামগড় এলাকার ব্যাতিক্রমি পর্যটন এলাকা হিসেবে পরিচিত।
গ্রামটির আরেকটি বিশেষত্ব হলো প্রায় ৫০ টি পরিবারের ৩শত জন অধিবাসী সবাই মারমা সম্প্রদায়ের। তিন দিক থেকে ফেনী নদীর গতিপথ বেষ্টিত গ্রামটি পুরোটাই ভারত গর্ভে। গ্রামটিতে যে কেউ ঢুকলেই মনে হবে যেন ভারতেই আছি। ভারতের বি.এস.এফ যেন আপনাকে পাহারা দিয়ে রেখেছে।
প্রবেশমুখে বিজিবি ক্যাম্পের সামনে ভারতের ত্রিপুরা রাজ্যের বৈষ্ণবপুর শান্ত গ্রামটি দেখলে আপনার মন জুরিয়ে যাবে।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই গ্রামটি অতিক্রম করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। এজন্য এই বৈষ্ণবপুর গ্রামটি এই গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী বহন করছে।
শুধু মাত্র একটি ৫০ ফুট রাস্তা দিয়ে গ্রামে ঢুকতে হয় এবং বের হতে হয়। আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। চারদিকেই ভারত। গ্রামের প্রবেশমুখে পাহাড়ের উপর স্থাপিত সমতল হতে ৩শত ফুট (প্রায়) বর্ডার গার্ড ব্যাটালিয়নের লাচারী পাড়া ক্যাম্প থেকে তাকালে মনে হবে এ যেন কোন এক দৈত্যের একটি কলসি রেখেছে (যদি বিজিবি পাহাড়ে উঠার অনুমতি দেয়)। পাহাড়ের উপরে উঠলে মনে হবে এ যেন সিলেটের জাফলং এর পাহাড়।