নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন চাঁদ কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে আজ শনিবার দুপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার কৃত আসামী হচ্ছে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাঁদ কাশিমপুর গ্রামের মৃত রফিক উল্লার ছেলে ইসমাইল হোসেন (২৩)। র্যাব জানান ২০১৬ সালের (১ এপ্রিল) গোপালপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামী ইসমাইল তার দল নিয়ে অপর পক্ষের নিপুকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর হতে আসামী ইসমাইল গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘ ছয় বছর যাবত বিভিন্ন স্থানে পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে আরো ০১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।