কলকাতা থেকে মনোয়ার ইমাম: পশ্চিমবঙ্গে আগামী কাল শেষ দফায় ভোট। প্রস্তুত কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা। আগামী কাল সারা পশ্চিম বাংলায় ৮ম দফায় শেষ ভোট শুরু হতে যাচ্ছে। তার আগেই প্রতিটি বুথে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা পৌঁছে যাবে আজ বিকেলের মধ্যেই।
ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দলের নেতা ও বিধায়ক উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে নির্বাচন কমিশন এর নির্দেশ।
এর মধ্যে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে কুকথা বলার জন্য বিজেপি নেতা ও কর্মীদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের নোটিশ জারি করেছে সাবেক পশ্চিম বাংলার পূর্ত মন্ত্রী ও সাবেক কলকাতার মেয়র জনাব ফিরাদ ববি হাকিম কে। তাকে ২৪ ঘন্টার নোটিশ জারি করেছে কারন দর্শানো র জন্য।
শেষ দফায় পশ্চিম বাংলার মুর্শিদাবাদ ও মালদহ এবং কলকাতার এন্টালি ও চৌরাঙ্গী এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোম কেন্দ্র ভবানীপুরসহ অন্যান্য যায়গায় ভোট গ্রহণ সম্পন্ন হবে। তার পর আগামী ২ মে নির্বাচন ফলাফল ঘোষণা করা হবে।
এই নির্বাচন মোট ২৯৪টি সিট এবং এর মাঝেই দুইটি কেন্দ্র শামসের গঞ্জ ও জলঙ্গী কেন্দ্র নির্বাচন আগামী ১৬ মে নির্বাচন হবে। বাদবাকি ফল আগামী ২ মে ঘোষিত হবে। এর মধ্যে নজরকাড়া কেন্দ্র হল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম।
এখানে সাবেক তৃণমূল কংগ্রেসের নেতা ও সাবেক পশ্চিম বাংলার পরিবহন মন্ত্রী এবং এককালের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ও বর্তমান বিজেপি নেতা ও প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই জমে উঠেছে।
এই কেন্দ্রের দিকে তাকিয়ে থাকবে গোটা ভারত। তবে অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর হয়েছে নির্বাচন কমিশন।