নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, আসছে পহেলা বৈশাখে মুখোশ পড়ে রমনায় প্রবেশ করা যাবে না। এছাড়া, মঙ্গলশোভা যাত্রায় সবাইকে তল্লাশির মধ্য দিয়ে যোগ দিতে হবে। দুপুর ২ টার পর কোনো অনুষ্ঠান করা যাবে না বলেও জানান শফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার।
তিনি জানান, আমাদের বন্ধু রাষ্ট্র জঙ্গি নিয়ে কিছু সংবাদ দিচ্ছে। এ জন্য পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।