বাঙলা প্রতিদিন ডেস্ক : দীর্ঘ অর্ধশতক বা ৫ দশকে বাংলাদেশের রাজনীতি, অর্জন, সমস্যা ও চ্যালেঞ্জসমূহকে সুচারুভাবে গবেষণা ও বিশ্লেষণ করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ। তার Understanding Fifty Years of Bangladesh Political Struggles Achievements and Challenges শিরোনামে নতুন গ্রন্থটিতে এর বিস্তারিত ব্যাখ্যাও করেছেন তিনি। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা রাউটলেজ কর্তৃক লন্ডন ও নিউইয়র্ক থেকে একযোগে আগামী ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে গ্রন্থ’টি। এতে থাকছে প্রধান দ্বি-ধারায় বিভক্ত বাংলাদেশের সাংঘর্ষিক রাজনীতির কারণ ও অনুসন্ধান, অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রধান বাধা, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, সিভিল সোসাইটির স্বরুপ, রাজনৈতিক উন্নয়নে বিচার বিভাগের ভূমিকা, স্বাধীনতা-উত্তরকালে বঙ্গবন্ধু সরকারের চ্যালেঞ্জসমূহ এবং তাঁর দ্বিতীয় বিপ্লব বা সিটেম চেইঞ্জ সম্বন্ধে মূল্যায়ন, বাংলাদেশের উন্নয়নে বিস্ময় এবং এক্ষেত্রে রাষ্ট্র ও এনজিও’র ভূমিকা ইত্যাদি বিষয়ে একজন নির্মোহ গবেষকের দৃষ্টিতে আলোকপাত করা হয়েছে গ্রন্থটিতে।
এর পূর্ব কথা লিখেছেন জার্মানীর হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইন্সটিটিউটের সাবেক পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. রাহুল মুখার্জি। উল্লেখ্য, একই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ চেয়ারে ‘বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফলো’ হিসেবে গবেষণাকারের গবেষণা কর্মের উপর ভিত্তি করে এটি রচিত।
এক কথায় গ্রন্থটিতে বাংলাদেশের স্বরুপ, অর্জন ও চ্যালেঞ্জসমূহ দীর্ঘ ৫০ বছরের সময় পরিসরে এসব উঠে এসেছে। বইটি একই সঙ্গে পেপারব্যাক ও হার্ড ব্যন্ডিং আকারে প্রকাশিত হচ্ছে।