দেশের বাইরে ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে দেয়াল ধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে এবং এখনো অনেকে নিঁখোজ রয়েছে।
গুলরাহ মুর এলাকার পেশোয়ার সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের কাছে প্রবল বৃষ্টির কারণে দেয়াল ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
এরা সকলেই শ্রমিক। তারা দেয়ালের কাছে তাঁবুতে ঘুমাচ্ছিলেন। দেয়ালটি ১০০ ফুট চওড়া ও ১১ ফুট উঁচু ছিল।উদ্ধারকারী দল ধসে পড়া দেয়ালের নিচ থেকে ১২টি লাশ উদ্ধার করে।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। এদিকে ইসলামাবাবদ পুলিশ জানিয়েছে, দেয়াল ধসে নিহত হয়েছে ১১ বছর বয়সী একটি কন্যাশিশু। মৌসুমি ভারি বৃষ্টিতে দুটি শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।