বাহিরের দেশ ডেস্ক: করাচির বিখ্যাত ইন্দুস মহাসড়কে শাহওয়ালি এলাকায় একটি পাথরবাহী ট্রাক্টর-ট্রলির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। করাচির বিখ্যাত ইন্দুস মহাসড়কে শাহওয়ালি এলাকায় একটি পাথরবাহী ট্রাক্টর-ট্রলির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, সামনে থেকে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে ট্রাক্টর-ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান এবং ২৩ জন আহত হন। এছাড়া চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রেসকিউ ১১২২ এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।