সংবাদদাতা, মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে গতকাল সন্ধ্যা থেকে দুইটি ফেরি বিকল হয়ে পড়ে আছে। ঘাট কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ফেরি ঢাকা এবং চন্দ্রমল্লিকা নামের দুটি ফেরি বিকল হয়। এছাড়াও কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় জমতে থাকে যানবাহন।
তবে যাত্রী পরিবহন ও ছোট যানবাহনকে অগ্রাধিকার দেওয়ায় দীর্ঘ সারিতে আটকে রয়েছে আট শতাধিক পণ্যবাহী ট্রাক।
এতে ট্রাকের মালামাল পচে যাওয়া আশঙ্কাসহ নানা দুর্ভোগে রয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।
পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, আমরা পরিবহন এবং কাঁচামালবাহী যানবাহনকে অগ্রাধিকার দিচ্ছি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। দুটি ফেরি বিকল হয়েছে। সেগুলো মেরামতের চেষ্টা চলছে।