সংবাদদাতা, মানিকগঞ্জ: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদ সামনে রেখে যাত্রীবাহী বাসের পাশাপাশি বাড়ছে ব্যক্তিগত যানবাহনের চাপ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ব্যক্তিগত যানবাহনসহ শতাধিক ছোট যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। এর আগে সকাল ৮টার দিকে ফেরি পার হওয়ার ঘাটে অপেক্ষমাণ থাকতে দেখা যায় প্রায় ২ শতাধিক ছোট গাড়ি।
তবে, সকালে যাত্রীবাহী বাস না থাকায় কিছু পণ্যবাহী ট্রাক পারাপার করা হয়েছে বলে জানা যায়।
বিআইডব্ল্উিটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, আগের ঘোষণা অনুযায়ী পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি ও পচনশীল পণ্যবাহী কিছু ট্রাক পারাপার করা হচ্ছে।
তিনি বলেন, ছোট বড় মিলে ২০ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী বাস ঘাটে আসা মাত্র ফেরিতে উঠতে পারছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ঘাট এলাকায় এই মুহূর্তে কাটা যাত্রী ও ছোট যানবাহন ফেরি পার হচ্ছে। তবে বিকেল থেকে ঈদের ঘরমুখো যাত্রী ও বাস বাড়বে।