সংবাদদাতা, বরগুনা: বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর চর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন দুহিতা এলাকায় হাজীরখাল থেকে আজ রবিবার সকালে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বলেশ্বর নদী সংলগ্ন খালের চরে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা থানায় জানালে সকাল ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, এ ব্যাপার থানায় একটি সাধারণ ডায়েরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও কোথা থেকে মরদেহ ভেসে এসেছে সেটিও অনুসন্ধান করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ইব্রাহিম, সাওজাল ও ইউসুফ মিয়াসহ একাধিক জেলে প্রতিদিনের মতো সকালে মাছ ধরার জন্য বলেশ্বর নদীর দিকে যাওয়ার সময় নদী সংলগ্ন খাল মোহনায় চরে কিছু একটা ভাসতে দেখেন। কিছুক্ষণ পর চরে আটকে গেলে কাছাকাছি গিয়ে এক মেয়ে নবজাতকের মরদেহ বলে নিশ্চিত হয়। তাৎক্ষণিক পাথরঘাটা থানায় তারা অবহিত করেন।
তাদের ধারনা, নবজাতকের বয়স একদিন হবে। স্থানীয় অথবা বলেশ্বরের বিপরীত পাড়ে সুন্দরবন এলাকার বসতীর কারও অবৈধ সন্তান হতে পারে। নবজাতক মেয়েকে নদীতে ভাসিয়ে পাপ ঢাকতে চাচ্ছে কেউ।