নিজস্ব প্রতিবেদক: পাথরঘাটায় ম্যাগনেটিক পিলারসহ এক পাচারকারী আটক করেছে। আজ মঙ্গলবার (২৫ মে) মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন ৫ নং ওয়ার্ড বড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি ম্যাগনেটিক পিলারসহ পাচারকারীকে আটক করা হয়।
আজ মঙ্গলবার (২৫ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাথরঘাটা লেঃ ফাহিম শাহরিয়ার, (এক্স), বিএন এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় পাথরঘাটার ৫ নং ওয়ার্ড বড়ইতলা এলাকা থেকে ১ টি ম্যাগনেটিক পিলার সহ ম্যাগনেটিক পিলার পাচারকারী মোঃ আবুল কালাম (৪০) কে আটক করা হয়।
আটককৃত পাচারকারী মোঃ আবুল কালাম বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন ৫ নং ওয়ার্ড বড়ইতলা গ্রামের বাসিন্দা নুর মিয়া বয়াতির ছেলে। পরবর্তীতে ম্যাগনেটিক পিলার ও পাচারকারীকে পাথরঘাটা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও দেশীয় সম্পদ রক্ষার্থে কোস্ট গার্ডের জিরোটলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।