সংবাদদাতা, কুমিল্লা: পারিবারিক বিরোধের জেরে হামলায় কুমিল্লায় এক শিশু আহত হয়েছে। শিশুটির মাথায় ও চোখে ৫টি সেলাই লেগেছে।
গত সোমবার কুমিল্লা মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে শিশুটির মা রোজিনা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় প্রতিবেশী নজরুল ইসলামকে প্রধান আসামি করে ১৩ জনের নামে মামলা দায়ের করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শিশুটির চাচী জোৎস্না বেগম জানান, সোমবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। আমার দেবর শাহীন প্রাণভয়ে ভবনের ভেতর ঢুকে দরজা বন্ধ করে রাখে। তারা শাহীনকে না পেয়ে বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে থাকা শিশু আব্দুর রহমানকে কুপিয়ে জখম করে।
শিশুটির পিতা শাহীন আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এর আগেও তাদের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, সেদিন আমরা বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। আমার ছেলেটা বাড়ির গেইটে দাঁড়িয়ে ছিল। তারা ছেলেটাকে দা দিয়ে কোপ দেয়, লাঠি দিয়ে পেটায়। পরে আমি এগিয়ে গেলে তারা আমাকেসহ স্ত্রী রোজিনা আক্তার, বোন রেহানা বেগম, ভাগ্নি সোনিয়া, ভাই ফোরকান, চাচাতো বোন জামিনা বেগমকে পিটিয়ে আহত করে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার শনিবার বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।