নিজস্ব প্রতিবেদক : ঢাকার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), ঢাকা বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রবীণ আইনজীবী খন্দকার আব্দুল মান্নান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১৩ জানুয়ারি) এক শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, তিনি দীর্ঘদিন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্তব্যনিষ্ঠা ও আন্তরিকতার ফলে তিনি সকলের হৃদয়ে মর্যাদার আসনে নিজেকে অধিষ্ঠিত করতে পেরেছিলেন, পরিণত হয়েছিলেন আইনাঙ্গনের প্রিয় ব্যক্তিত্বে।
শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, তাঁর নেতৃত্বগুণের ইতিবাচকতায় সবাইকে ধারণ করার সুস্পষ্ট প্রয়াসের ফলে তিনি ঢাকা বারের সাধারণ সম্পাদক ও সভাপতির মতো মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।