300X70
শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পিলখানা হত্যাকান্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি : দাবি জিএম কাদেরের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পিলখানা হত্যাকান্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। বেশিরভাগ শহীদ পরিবার মনে করে পিলখানা হত্যাকান্ডের বিচার ও তদন্তে স্বচ্ছতা নেই।

তাই, শহীদ পরিবারের মনে ক্ষোভ আছে। সরকারের দৃষ্টি দেয়া দরকার নৃশংস হত্যাকান্ডের বিচারে যেন শহীদ পরিবারগুলো সন্তুষ্টু হতে পারে। শহীদ পরিবারের সদস্যদের সন্তুষ্ট হতে দেখিনি।

তিনি বলেন, এতবড় হত্যাকান্ড হয়ে গেলো কেউই কিছু জানতে পারলো না। কেউ আঁচ করতে পারলে, কেন ব্যবস্থা নেয়া হলো না? আবার, এমন ভয়াবহ হত্যাকান্ডের ঘটনায় দায়িত্বশীল যারা আঁচ করতে পারেনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে? এমন অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।

আজ সকালে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকান্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে দোয়া-মুনাজত করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যম কর্মীদের সাথে এ কথা বলেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক দিন। মহান মুক্তিযুদ্ধে যত সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন পিলখানা হত্যাকান্ডে। তাই এটা অত্যান্ত দূর্ভাগ্যজনক ও লজ্জাজনক। আমরা শোকাহত, আমার ভাগ্নে এই হত্যাকান্ডে শহীদ হয়েছেন। পিলখানা হত্যাকান্ডে নিহত সকল সেনা কর্মকর্তা সহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বিডিআর বিদ্রোহে নিহত সেনাকর্মকর্তাদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান, এসএম ফয়সল চিশতী, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোতা, এমএ রাজ্জাক খান, শাকিব রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তৈয়ব, মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা রাকিন আহমেদ, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, খলিলুর রহমান খলিল।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :