সংবাদদাতা, খুলনা: খুলনার কয়রায় পুকুর থেকে একই পরিবারের তিন সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজমঙ্গলবার সকালে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী এবং কন্যার মরদেহ ভেসে ওঠে পুকুরে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।