স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই আফগানদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হারের স্বাদ দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৮৮ রানের রাজসিক জয়। এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ দল। ক্রিকেট দলের এমন আনন্দ মুহুর্তে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরিজ জেতার ম্যাচটি টিভির সামনে বসে দেখেছেন ।
টাইগাররাও হতাশ করেননি প্রধানমন্ত্রীকে।
পুরো ম্যাচে অন্তত পাঁচবার তিনি ফোন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে। সেঞ্চুরিয়ান লিটন দাস ও ফিফটি করা মুশফিককেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
খেলা শেষে মাঠ ছাড়ার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে প্রধানমন্ত্রীর ফোন দেওয়ার এবং অভিনন্দন জানানোর কথা জানিয়েছেন পাপন।
প্রথম ম্যাচের মত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে বসে আজকের ম্যাচটিও দেখেন পাপন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। তিনি টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন। ’