বাঙলা প্রতিদিন ডেস্কঃ দেশের ডেঙ্গু পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সড়কে পুলিশি হয়রানি হবে না এমন আশ্বাসে ধর্মঘট থেকে সরে এসেছেন দেশের অ্যাম্বুলেন্স মালিকরা। সোমবার (২৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা।
তিনি বলেন, আমরা পুলিশ সদর দপ্তরে মালিক সমিতির ছয় সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলাম আলোচনা করতে। সেখানে পুলিশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল ইসলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের গাড়ির কাগজপত্র ঠিক থাকলে কোনো ধরনের মামলা দেওয়া হবে না, নীতিমালা হওয়ার আগ পর্যন্ত। তিনি আমাদের অনুরোধ করেছেন, যেহেতু এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতি মহামারির মতো রূপ ধারণ করতে যাচ্ছে, তাই এই সময়ে যেন আমরা কোনো আন্দোলনে না নামি।
গোলাম মোস্তফা বলেন, বিআরটিএ চেয়ারম্যানও আমাদের জানিয়েছেন তিন মাসের মধ্যে নীতিমালা করে দেওয়া হবে। এই দুই আশ্বাসে আমরা আপাতত আমাদের ধর্মঘট স্থগিত করছি। যদি আগামী তিন মাসের মধ্যে নীতিমালা না হয় তখন আর সময় দিয়ে নয়, সরাসরি ধর্মঘটে নেমে যাবো।