পাবনা প্রতিনিধি: পাবনার ৯টি উপজেলার ১১ থানার মধ্যে একটি করে হতদরিদ্র গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছে পাবনা জেলা পুলিশ। মুজিব শতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ঘরগুলো তৈরি করে দেওয়া হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সকালে পাবনার পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান এসব তথ্য জানিয়েছেন।
পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় জেলার ১১টি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে ন্যূনতম এক কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের ২টি কক্ষ, ১টি রান্নাঘর ও১টি টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেওয়ার কাজ শেষ হয়েছে। আগামী ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ নির্মিত ঘরগুলো উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে।
উপকারভোগীরা হলেন- পাবনার আমিনপুর থানার জাতসাকিনীর তমসের শেখের স্ত্রী ময়না খাতুন, বেড়া উপজেলার চাকলা গ্রামের আব্দুল গফুরের ছেলে আলমগীর হোসেন, সাঁথিয়া উপজেলার পৌর এলাকার প্রিথুলিয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে নুর আমিন মীর, ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামের রেজাউল শেখের ছেলে মামুন শেখ, আটঘরিয়া উপজেলার শ্রী বিশ্বনাথ দাসের মেয়ে শ্রীমতি সুজাতা দাস,চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের উত্তরপাড়ার গ্রামের মোস্তফা উদ্দিনের স্ত্রী তাসলিমা খাতুন, আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের স্ত্রী আসিয়া খাতুন, ভাঙ্গুড়া উপজেলার পাটুলি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী খাদিজা খাতুন, পাবনা সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামের বাজিতপুর ঘাটের মাসুদ রানার স্ত্রী স্বপ্না বেগম,ফরিদপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মজনু সরদারের স্বামী পরিত্যাক্ত মেয়ে নাজমা খাতুন ও সুজানগরের উপজেলার চর সুজানগরের মৃত জামাল সরদারের ছেলে আব্দুস সাত্তার সরদার।
পাবনার পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্যারের পরামর্শ অনুযায়ী হতদরিদ্রদের জন্য সুষ্ঠুভাবে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনেক মানবিক কাজ করে থাকে। অতীতেও করেছে, যা হয়তো এখন আরও বেশি দৃশ্যমান।’
তিনি আরও বলেন, ‘আমরা জনগণের খুব কাছে যেতে চাই। যাদের ঘর দেওয়া হচ্ছে, তাদের অনেকেই বিধবা নারী। তারা ভিক্ষাবৃত্তি ও গৃহপরিচারিকা হিসেবে কাজ করে মানবেতর জীবন-যাপন করছিলেন, আমরা তাদেরই পাশে দাঁড়িয়েছি।