নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সংঘাতের ঘটনায় ঢাকা মহানগরের সাতটি থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় ৫৪৯ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় অসংখ্য অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বেআইনি জনতাবদ্ধের অভিযোগ আনা হয়েছে।
১১ মামলার মধ্যে ৯টি মামলা পুলিশ বাদী হয়েছে করেছে। আর দুটি মামলার বাদী সংঘাতে ক্ষতিগ্রস্ত দুজন।
এ পর্যন্ত থানায় যেসব মামলা হয়েছে সেগুলোর মধ্যে কদমতলীতে একটি, যাত্রাবাড়ীতে দুটি, উত্তরা পশ্চিম থানায় দুটি, উত্তরা পূর্ব থানায় তিনটি এবং এয়ারপোর্ট, সূত্রাপুর, ডেমরা ও বংশাল থানায় একটি করে মামলা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া দারুসসালাম, উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় আরো মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি ফারুক হোসেন বলেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কোনো মামলায় আসামি করা হয়েছে কি না তা মামলার এজাহার পর্যালোচনা করলে জানা যাবে।
গতকাল বিএনপির কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সশস্ত্র অবস্থায় ও সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা গেছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি না? নাকি তাদের পুলিশকে সহায়তার জন্য রাখা হয়েছিল– জানতে চাইলে তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের কর্মসূচি ছিল, কিন্তু পুলিশের অনুমতি না থাকায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
বিএনপির কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা যখন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করেছেন। এখানে পুলিশের কার্যক্রমের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রমের কোনো সম্পৃক্ততা নেই।