নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অবৈধভাবে জন্ম নেয়া বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনী পরিবেশ ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুস সামাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে মাঠ আছে এবং থাকবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা এবং উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
তিনি বলেন, যারা বিভিন্ন সময় দলের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবেন কি পাবেন না সেটি দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র।
পরে শিক্ষামন্ত্রী দিপু মনি ইসলামপুর ডিগ্রি কলেজ ও জামালপুর সদরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।