সংবাদদাতা, নাটোর: নাটোরের গুরুদাসপুরে নিজেদের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে ঘনিষ্ঠ দুই বন্ধু।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বামনবাড়িয়া উত্তরপাড়া মাঠের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জহুরুল ইসলাম (৩২) বামনবাড়িয়া উত্তর পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং অপর বন্ধু রনি (৩০) ওই গ্রামের আবু সাঈদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের কৃষক মাঠে ইরির জমিতে পানি নিতে যাচ্ছিল। মাঠে গোগানির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখতে পান, রনি ও জহুরুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওই কৃষকের চিৎকারে গ্রামের অন্যরা এগিয়ে তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে দুই বন্ধু নিজেরা একসঙ্গে আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে জানা গেছে। তারা কেন কি কারণে আত্মহত্যা করতে চেষ্টা করেছেন তা জানা যায়নি।
তবে এলাকাবাসী মনে করছেন, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণে একে অপরকে হত্যা করতে চেষ্টা করেছেন। তারা মান সম্মানের ভয়ে হয়তো নিজের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, ওই দুই বন্ধু জানিয়েছেন তারা নিজেদের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় কেউ দায়ী নয়। তবে প্রকৃত ঘটনা জানতে পুলিশি তদন্ত চলছে। কেন এমন ঘটনা ঘটানো হয়েছে তা অবশ্যই তদন্তে বেড়িয়ে আসবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।