নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর কোতয়ালী এলাকায় ঔষধের আড়ালে মাদক বিক্রিকালে ৭৬৮০ পিস টাপেন্টাডল ও ৬৪,১৬৩ পিস বিদেশী ঔষধসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন বাবুবাজার সরদার মেডিসিন মার্কেট এলাকায় একটি অভিযান চালিয়ে অবৈধ বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী ও মাদক ব্যবসায়ী উজ্জল বর্মন (৪৫)কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। সে বেশ কিছুদিন যাবত অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ ও টেপেন্টাডল ট্যাবলেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।