আমার জীবনে যা পেয়েছি, তার মধ্যে তুমি সবচেয়ে সেরা : সাদিয়া আয়মান
বাঙলা প্রতিদিন ডেস্ক : দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল গুঞ্জন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে প্রেম করছেন নির্মাতা ও প্রথম আলোর চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। দু’জনই বিষয়টি নিয়ে সবসময় সতর্ক থাকলেও, রেদওয়ান রনির জন্মদিন উদযাপন উপলক্ষে তাদের প্রেমের সম্পর্ক অনেকটাই প্রকাশ্যে এসেছে।
গত ২০ অক্টোবর ছিল রেদওয়ান রনির জন্মদিন। দিনটি উদযাপন করতে এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিমসহ আরো অনেকে। তবে সবার মধ্যে বিশেষভাবে নজর কাড়েন সাদিয়া আয়মান, যাকে পরোক্ষভাবে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেন রনি।
রেদওয়ান রনি নিজের ফেসবুক পেজে জন্মদিন উদযাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন। সেই পোস্টে তিনি লিখেন, “সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা পেয়ে অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা ও ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।
সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রনি আরও বলেন, “আমি সত্যি দুঃখিত যে, সবার শুভেচ্ছার ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। তবে আমি কৃতজ্ঞ, এমন চমৎকার মানুষদের নিয়ে ঘেরা থাকার জন্য।
এরপর নিজের ‘প্রিয়তমা’কে ধন্যবাদ জানিয়ে রনি লেখেন, আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ।” রেদওয়ান রনির পোস্টের পরপরই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। বিশেষ করে অভিনেত্রী সাদিয়া আয়মানের করা একটি মন্তব্য সকলের নজর কাড়ে। সেখানে সাদিয়া লিখেন, “আমার জীবনে যা পেয়েছি, তার মধ্যে তুমি সবচেয়ে সেরা।
এই মন্তব্যের পর থেকে ভক্তরা তাদের সম্পর্ক নিয়ে নিশ্চিত হন এবং সাদিয়াকে ‘প্রিয়তমা’ বলে মন্তব্য করতে শুরু করেন। যদিও এ বিষয়ে সাদিয়া আয়মানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং প্রেমের গুঞ্জন সম্পূর্ণ এড়িয়ে গেছেন।