নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
সম্প্রতি যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে যমুনা ব্যাংক ও বিকাশ এর মধ্যে প্রবাসী আয় বিতরণের লক্ষ্যে চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার ফজলে কাইয়ুম, এনআরবি ব্যাংকিং এন্ড ফরেন রেমিট্যান্স ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সোবহান এবং বিকাশ এর হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস যায়েদ আমীন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির ফলে শীঘ্রই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আরো সুবিধা নিয়ে চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউজগুলো থেকে পাঠানো রেমিট্যান্স সুবিধাভোগীর বিকাশ অ্যাকাউন্টে সহজে ও দ্রুত পাঠানো সম্ভব হবে।