নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
প্রখ্যাত শিশুসাহিত্যিক, শিশুসংগঠক ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই শারীরিক নানা জটিলতায় অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। আরডিজেএ’র এই অভিভাবকের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র (আরডিজেএ) কার্যনির্বাহী কমিটি।
কমিটির পক্ষে আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এক বিবৃতিতে বলেন, আমাদের সংগঠনের অন্যতম অভিভাবক ও প্রেরণার উৎস রফিকুল হক দাদুভাই।
আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। সংগঠনের সদস্যসহ সারা দেশবাসীর কাছেও দাদুভাইয়ের রোগমুক্তি কামনা করে দোয়া চাওয়া হয়।