নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ সিন্ডিকেট সভা ফিজিক্যাল ও ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) ও সিন্ডিকেটের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ কামাল।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্রতিষ্ঠা, ওয়েভার পলিসি, অনলাইন ক্লাস ও পরীক্ষা, স্থায়ী ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফদের চাকরি থেকে অবসরে যাওয়ার বয়সসীমা, বিশ্বিবিদ্যালয়ের নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিন্ডিকেট সভায়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা, ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ইফফাত জাহান, স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক ড. শুভময় দত্ত, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. নাশিদ কামাল, আর্কিটেকচার বিভাগের চেয়ারপারসন জনাব মো. সাজ্জাদুর রহমান, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) জনাব মো. আহসানুল ইসলাম এনডিসি, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জনাব রায়হান আজাদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশিদ সিন্ডিকেট সদস্য হিসেবে মূল্যবান মতামত ব্যক্ত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সিন্ডিকেটের সদস্য সচিব মেজর (অব.) একেএম আনিস উদ দৌলা মিটিংয়ে উপস্থিত ছিলেন।